বোমা মেরে নিজেকেই উড়িয়ে দিলো হামলাকারী!

|

যে বোমা হামলাকারীকে আইনশৃঙ্খলা বাহিনী খোঁজাখুঁজি করছে, অভিসম্পাত করছে সাধারণ মানুষ- সে কিনা নিজেকেই বোমা মেরে উড়িয়ে দিলো! যুক্তরাষ্ট্রে টেক্সাসের অস্টিন জুড়ে ধারাবাহিক প্রাণঘাতী পার্সেল বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে অনুসরণ করছিল পুলিশ। টের পেয়ে গ্রেফতার এড়াতে নিজেকেই উড়িয়ে দিয়েছেন ওই ব্যক্তি।

একটি হোটেল থেকে পুলিশ ওই ব্যক্তিকে অনুসরণ করা শুরু করে বলে জানান অস্টিন পুলিশ প্রধান ব্রিয়ান ম্যানলি। বলেন, ওই ব্যক্তি মহাসড়কের একপাশে সরে যায় এবং আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় টুইট করে আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ মাসের শুরু দিকে অস্টিনের বিভিন্ন জায়গায় ৫টি বোমা বিস্ফোরণে ২ জন নিহত এবং কয়েকজন আহত হন। সর্বশেষে গত সোমবার রাতে ফেডেএক্সের একটি গুদামে পার্সেল বোমা বিস্ফোরিত হয়।

বোমারগুলোর মধ্যে তিনটি বিভিন্ন আবাসিক ঠিকানায় পাঠানো পার্সেলের মধ্যে লুকানো ছিল। আরেকটি বোমা বিস্ফোরিত হয় শহরের দক্ষিণ-পশ্চিমের একটি সড়কে। ওই সড়ক দিয়ে যাওয়া দু’জন পথচারী বোমার সঙ্গে সংযুক্ত ‘ট্রিপওয়্যার’ এ পা দিয়ে ফেললে সেটি বিস্ফোরিত তারা নিহত হন। এ ঘটনায় আরও ২ জন আহত হন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply