গতির বৈচিত্র্যে মিচেলকে বোকা বানালেন হ্যাজলউড

|

অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দিয়েছে হ্যাজলউডের বুদ্ধিমত্ত্বা। ছবি: সংগৃহীত

জশ হ্যাজলউডের বলটি ছিল লেগ কাটার ও নাকল বলের মাঝামাঝি কিছু। টানা ১৪০ কিলোমিটার/ঘণ্টায় বল করার মাঝে হঠাৎই হ্যাজলউডের গতি বৈচিত্র্যে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ড্যারিল মিচেল। আর এর সাথেই গাপটিলের সাথে ২৩ বলে ২৮ রানের উদ্বোধনী জুটি গেল ভেঙে।

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নতুন বল হাতে নিয়ে মিচেল স্টার্ক দলকে কোনো সাফল্য এনে দিতে না পারলেও দারুণ বল করছেন হ্যাজলউড। অন্যদিকে, গ্লেন ম্যাক্সওয়েলের বলে মারকুটে ওপেনার মার্টিন গাপটিলের ক্যাচ ফেলেছেন ম্যাথু ওয়েড। সেটি ব্যাটের নিচের অংশে লেগে ওয়েডের কাছে যায় বলে বেশ কঠিনই ছিল তা ধরা। তবে গাপটিল আজ বড় স্কোর পেলে নিশ্চয়ই আতশ কাঁচের নিচে ফেলা হবে পাকিস্তান ফাইনালে অজিদের জয়ে নায়ক ওয়েডকে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত, কিউইদের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৩২ রান। গাপটিলের সাথে এখন ক্রিজে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। মিচেলের বিদায়ের পর রানের গতি কিছুটা মন্থর হয়েছে কিউইদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply