রাতে বাচ্চা সামলানো নিয়ে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা

|

মেয়ের বয়স চার, অসুস্থতার কারণে প্রায়ই ভোররাতে কাঁদে। এতে ঘুমের ব্যাঘাত হয় স্বামী-স্ত্রীর। রাতে কে সামলাবে এই সন্তানকে এই নিয়ে দুজনের মাঝে হয় ঝগড়া। এক পর্যায়ে আত্মহত্যা করে স্ত্রী। এ ঘটনা ঘটে কলকাতার বাঁশদ্রোণীর সারদাপার্কে।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কবিতা মণ্ডল-রবিন দম্পতির মেয়ের কিছুদিন ধরে জ্বর, সর্দি কাশি হয়েছিল। রাতে ঘুমোচ্ছিল না। স্বাভাবিকভাবেই ঘ্যানঘ্যান করছিল। ভোররাতে মেয়ের কান্নায় ঘুম ভেঙে যাচ্ছিল বাবা-মায়ের। ভোররাতে ঘুম থেকে উঠে কে সামলাবে মেয়েকে? তাই নিয়ে কবিতা মণ্ডলের সঙ্গে ঝগড়া হয় স্বামী রবীনের। ঝগড়া তুমুল আকার নেয়। এরপরই চরম পথ বেছে নেন কবিতা। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।

এদিকে কবিতার বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে রবীনকে গ্রেফতার করেছে পুলিস। তবে কবিতার এই সিদ্ধান্তকেও মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply