শাহীন, ওয়াসিমের আঘাতে আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

|

ইনিংসের শুরুর দিকে উইকেট হারানো যেন বাংলাদেশের জন্য অলিখিত নিয়ম। সিরিজের প্রথম ম্যাচে শুরুর বিপর্যয়ের পর দ্বিতীয় ম্যাচেও পাওয়ার প্লেতে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের তারকা বোলার শাহীন আফ্রিদি। তবে হাসান আলীর পরিবর্তে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন শাহীন।

নিজের ও দলের প্রথম ওভারে এসেই বাংলাদেশি ওপেনার সাইফ হাসানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই গতি তারকা। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। ফলে ০ রান নিয়েই প্যাভিলিয়নে ফিরতে হয় সাইফকে।

নিজের প্রথম ওভারে এসে উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও। দলের দ্বিতীয় ওভারের শেষ বলে ফখর জামানের ক্যাচ বানিয়ে আরেক ওপেনার নাইম হাসানকে ফেরান এই ক্রিকেটার।

এর ফলে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭ রান। উইকেটে আছেন ৫ বলে ৭ রান নিয়ে ব্যাট করা আফিফ হোসেন ও ৩ রানে ব্যাট করা নাজমুল হোসাইন শান্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply