আফ্রিকায় টিকা সরবরাহ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্ষোভ

|

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকার আঞ্চলিক প্রধান ম্যাতশিদিসো মোইতি। ছবি: সংগৃহীত

আফ্রিকায় পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর্মী করোনা টিকার আওতায় না আসায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যাকসিনের অপ্রতুলতাকে এর জন্য দায়ী করেন সংস্থাটির আফ্রিকার আঞ্চলিক প্রধান ম্যাতশিদিসো মোইতি।

ম্যাতশিদিসো মোইতি বলেন, উন্নত দেশগুলোতে যেখানে ৬০ শতাংশ জনগণ টিকার আওতায় এসেছে, সেখানে আফ্রিকায় মাত্র ৭ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পেয়েছে।

প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, আফ্রিকার ২৫ দেশের মাত্র ৪ জনে ১ জন স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন পেয়েছেন। ভ্যাকসিনের এ অপ্রতুলতা স্বাস্থ্য খাতকে বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলবে বলেও জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকার আঞ্চলিক প্রধান ম্যাতশিদিসো মোইতি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply