পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু: চালক আটক, তেল চুরি ছিল তার পারিশ্রমিক

|

রাজধানীর পান্থপথে ময়লার গাড়ির চাপায় আহমেদ কবিরের মৃত্যুর ঘটনায় ঘাতক চালক সিটি করপোরেশেন তালিকাভুক্ত নন বলে জানিয়েছে র‍্যাব। তেল চুরির টাকার বিনিময়ে গাড়ি চালাতো সে।

শনিবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এ তথ্য।

র‍্যাব জানায়, সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজশে গত ৩ বছর ধরে গাড়ি চালিয়ে আসছিলো সে। বিনিময়ে প্রতিদিন ১৮ থেকে ২০ লিটার তেল চুরি করতো। যার কমিশন ওই ঊর্ধ্বতন কর্মকর্তাও পেতেন। তবে গাড়িটি কার নামে বরাদ্দ তা এখনও জানা যায়নি। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। গতকাল হানিফকে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে হানিফের গাড়ির ধাক্কায় মারা যান সংবাদ কর্মী আহসান কবির।

আরও পড়ুন: ডিস লাইন মেরামতের অজুহাতে ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক হানিফ জানায়, করপোরেশনের গাড়ি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে সখ্যের কারণে নিবন্ধিত না হয়েও গাড়ি চালাতো সে। পারিশ্রমিক হিসেবে তেল চুরি করতো।

এর আগে, গত বুধবার গুলিস্তানে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নিহত হয়। সেখানেও গাড়ির চালক নিয়ে অনিয়ম ধরা পড়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply