ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় তীরবিদ্ধ যুবক

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮/১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছামিরুল (২২) নামে এক যুবক কপালে তীরবিদ্ধ হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণের শেষ পর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে ওই ইউনিয়নের ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহত ছামিরুলকে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ইমামনগর গ্রামের হাছান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেজখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী মোহন মিয়ার সমর্থকরা দুপুরে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করে। এসময় আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির হোসেনের সমর্থকরা বাধা দেয়। এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পরবর্তীতে ভোটগ্রহণের শেষ পর্যায়ে বিকেল সাড়ে ৩টায় মোহন মিয়ার সমর্থকরা অপর প্রার্থী মনির হোসেনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এসময় তীরও নিক্ষেপ করা হয়। এ ঘটনায় অন্তত ৮/১০ জন আহত হয়। এদের মধ্যে ছামিরুল তীরবিদ্ধ হন। তিনি মনির হোসেনের সমর্থক।

বাঞ্ছারমপুর থানার ওসি রাজু আহমেদ জানান, ভোট শেষে কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ তীরবিদ্ধ হয়েছেন কিনা জানা নেই।

সংশোধনী: সংবাদটির আগের সংস্করণে অসাবধানতাবশত অপ্রাসঙ্গিক ছবি সংযুক্ত হয়েছিল যা আমাদের সম্পাদকীয় নীতিমালা পরিপন্থী। এতে পাঠকের কাছে ভুল বার্তা গেছে। এজন্য যমুনা অনলাইন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply