বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে মেয়র আব্বাস আলী আটক

|

ছবি: সংগৃহীত।

বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীকে রাজধানী থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। বুধবার (১ ডিসেম্বর) ভোরে রাজধানীর কাকরাইলের হোটেল রাজমণি ইশা খাঁ থেকে তাকে আটক করা হয়।

র‍্যাবের পক্ষ তেকে জানানো হয়েছে, ভোর থেকে শুরু হয়ে এখনও অব্যাহত এই অভিযান। এরই মধ্যে কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানায় র‍্যাব।

আরও পড়ুন: বাপা সভাপতি ক্যাপ্টেন মাহবুবকে চাকরিচ্যুত করলো বিমান

এর আগে, মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক তিনটি মামলা দায়ের হয় আব্বাস আলীর বিরুদ্ধে। গত ২৪ নভেম্বর দলীয় কার্যালয়ে এক জরুরি বৈঠকের পর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণকে কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণ প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দিয়েছিলেন আব্বাস আলী। সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমোলোচনার ঝড় শুরু হয়। যদিও গোটা ঘটনাই অস্বীকার করেছেন আব্বাস আলী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply