ল্যাবএইডে রোগীর মৃত্যু, প্রতিবাদ করলে অস্ত্র ঠেকানোর অভিযোগ

|

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে দৌলত বেপারী নামে এক রোগী মারা গেলে ভুল চিকিৎসার অভিযোগে তার স্বজনরা প্রতিবাদ করেন। এসময় তাদের বুকে অস্ত্র ঠেকিয়ে হাসপাতালের বাথরুমে আটকে রেখে তাদের মারধর করেন হাসপাতালের স্টাফরা। এমনটাই অভিযোগ করেছেন দৌলত বেপারীর স্বজনরা। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।

রোগীর স্বজনরা বলেন, তাদের মারধর করা হলে অন্যান্য রোগীর স্বজনরা রক্ষা করেন। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মেহের এ খোদা বলেন, স্বজনরা রোগীর মৃত্যুর খবর শুনে মারমুখী আচরণ করলে স্টাফরা তাদের থামানোর চেষ্টা করেছে।

গত মাসের ১০ তারিখে কিডনিতে পাথর নিয়ে গুরুতর অবস্থায় কেরাণীগঞ্জের ব্যবসায়ী দৌলত বেপারী ভর্তি হন ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। ভর্তির পরদিনই তার অপারেশন হয়। অপারেশনের পর থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply