সেঞ্চুরিয়নে বিপর্যয়ের পরও চালকের আসনে ভারত

|

শামির জোড়া আঘাতে ম্যাচে ফিরেছে ভারতের আধিপত্য। ছবি: সংগৃহীত

সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে রাবাদা-এনগিদির তোপে ব্যাটিং বিপর্যয়ের পরও চালকের আসনে রয়েছে সফরকারী ভারত। ৩ উইকেটে ২৭২ রান নিয়ে খেলা শুরু করে প্রোটিয়া পেসারদের আগুন ঝরানো বোলিং ৬৫ রান যোগ করেই শেষ ৭ উইকেট হারানো ভারত আবার ম্যাচে ফিরেছে শামি-বুমরাহদের হাত ধরে। ভারতের প্রথম ইনিংস ৩২৭ রানে শেষ হওয়ার পর শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৩ রান।

বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা ধুয়ে যাওয়ার পর সেঞ্চুরিয়নে সুপার স্পোর্ট পার্কে ১২২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা কে এল রাহুল মাত্র ১ রান যোগ করেই ফিরে যান প্যাভিলিয়নে। আরেক অপরাজিত ব্যাটার অজিঙ্কা রাহানেও পারেননি ইনিংস লম্বা করতে। লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদার কন্ডিশন অনুযায়ী বধ্যভূমি রচনা করেন ভারতীয় ব্যাটারদের জন্য। এনগিডি ৬ এবং রাবাদা নেন ৩ উইকেট।

আরও পড়ুন: ইউসুফকে টপকে রেকর্ড গড়া হলো না রুটের

৬ উইকেট শিকার করে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছেন লুঙ্গি এনগিডি। ছবি: সংগৃহীত

জবাবে ব্যাট করতে নেমে ভারতের বোলিং আক্রমণে দিশেহারা হয়ে যায় স্বাগতিকরা। প্রথম ওভারেই দলীয় ২ রানের মাথায় ডিন এলগারকে ফিরিয়ে দিয়ে ব্রেক থ্রু এনে দেন জাসপ্রিত বুমরাহ। এরপর সরাসরি বোল্ড করে দুই প্রোটিয়া টপ অর্ডার এইডেন মার্করাম ও কিগান পিটারসেনকে প্যাভিলিয়নে ফেরান মোহাম্মদ শামি। এরপর র‍্যাসি ভ্যান ডার ডাসেনকে মোহাম্মদ সিরাজ আউট করলে মাত্র ৩২ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় প্রোটিয়ারা। এখন ক্রিজে আছেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনও ২৮৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

আরও পড়ুন: ইনিংস ও ১৪ রানে হারলো ইংল্যান্ড


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply