করোনা সংক্রমণ বৃদ্ধিতে কড়াকড়ি আরোপ করা হলো চীনের শিয়ানে

|

চীনের শিয়ান শহরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় লকডাউনে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) শি জিন পিং সরকার জানায়, শহরটিতে নতুন করে আরও দেড়শ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড নাইনটিন। এজন্য করোনা প্রতিরোধে আরও কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা হয়, শহরের বাসিন্দারা গাড়িতে চলাচল করতে পারবেন না। এছাড়াও জারি থাকবে আগের সব বিধি নিষেধ।

শিয়ানে করোনার সংক্রমণ শূন্যের কোটায় নামিয়ে আনতে সেখানে গণহারে চলছে করোনা পরীক্ষা। বিভিন্ন জায়গায় টেস্টের পর ৩০ হাজার বাসিন্দা রাখা হয়েছে হোটেল কোয়ারেন্টাইনে।

দেশটিতে গত বছরের মার্চের পর এই প্রথম এমন বড় পরিসরে কড়াকড়ি আরোপ করা হলো। শহরটিতে বসবাসরত ১ কোটি ৩০ লাখ বাসিন্দা গত ৫ দিন ধরে লকডাউনের মধ্যে রয়েছে। কবে এই বিধি নিষেধ শেষ হবে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি প্রশাসন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply