এবাদতের পেসে কাঁপছে নিউজিল্যান্ড

|

কিউইদের ৫ উইকেটের ৪টিই নিয়েছেন এবাদত। ছবি: সংগৃহীত

উইল ইয়াং ও রস টেলরের ব্যাটে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফিরে আসার মতো ক্ষেত্র প্রস্তুত করার কাজ যখন করছে নিউজিল্যান্ড, তখনই এবাদত হোসেনের পেসে কেঁপে উঠলো কিউইদের পরিকল্পনা। দুই ওভারের মাঝে উইল ইয়াং, হেনরি নিকোলস ও টম ব্লানডেলকে ফিরিয়ে দিয়ে নিউজিল্যান্ডকে আবারও পেছনের পায়ে ঠেলে দিয়েছেন বাংলাদেশের এই পেসার।

টম ল্যাথাম ও ডেভন কনওয়েকে দ্রুতই সাজঘরে ফিরিয়ে দেয় বাংলাদেশ। তারপর রস টেলর ও ওপেনার উইল ইয়াংয়ের জুটিতে লিড নেয় কিউইরা। কিন্তু এবাদত বোলিংয়ে এসে একই ওভারে উইল ইয়াং ও হেনরি নিকোলসকে সরাসরি বোল্ড করলে কিউইদের ম্যাচ বাঁচানোর পরিকল্পনায় লাগে বিশাল ধাক্কা। এরপরের ওভারে টম ব্লানডেলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এবাদত। ডানহাতি এই ফাস্ট বোলারের দারুণ পেসের সাথে উইকেট টেকিং লাইন-লেংথেই বিপদে পড়েছে কিউইরা।

এর আগে, ১৩০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৪১ রান। শেষ আন্তর্জাতিক টেস্ট সিরিজ খেলা রস টেলর ব্যাট করছেন ৩৩ রান নিয়ে। কিউইদের লিড এখন মাত্র ১১ রানের। এর আগে ৪৫৮ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

আরও পড়ুন: ৪০ বছর পর ম্যানইউর মাঠে জিতলো উলভারহ্যাম্পটন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply