চলতি বছর আয়কর রিটার্ন জমা পড়েছে ২৩ লাখ

|

ছবি: সংগৃহীত।

দেশের সব কর অঞ্চল মিলে ২৩ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। রাজস্ব আদায় হয়েছে, তিন হাজার ২০০ কোটি টাকা। চলতি অর্থবছরে দেশে ৭০ লাখের বেশি টিআইএনধারী করদাতার মধ্যে ৪৭ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। এনবিআর বলছে, সময় চেয়ে আবেদন করা করদাতাদের কাছ থেকে আরও আয়কর রিটার্ন জমা পড়বে।

রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়েছে গত রোববার (২ জানুয়ারি)। শেষ দিনে করদাতাদের সুবিধার্থে, রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা দেয়ার সুযোগ ছিল। করোনার কারণে এবার আয়কর মেলার আয়োজন করা হয়নি। তবে, জাতীয় রাজস্ব বোর্ডের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে মেলার মতো উৎসবমুখর পরিবেশে রিটার্ন জমা নেয়া হয়।

আরও পড়ুন: এখনও জমেনি বাণিজ্যমেলা, ক্রেতা সমাগম বাড়তে পারে আগামী সপ্তাহে

গত ৩০ নভেম্বর ২০২১-২২ করবর্ষের ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন ছিল। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এনবিআর সেই সময়সীমা এক মাস বাড়িয়ে দেয়। কিন্তু ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সরকারি ছুটির দিন হওয়ায় রিটার্ন জমার সময় বাড়িয়ে ২ জানুয়ারি পর্যন্ত করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply