১১৯ তম জন্মদিন পালন জাপানি সেই নারীর, লক্ষ্য ১২০ এর মাইলফলক

|

ছবি: সংগৃহীত।

গিনেজ বুকে ২০১৯ সালেই নাম লিখিয়েছেন জাপানের নারী কানে তানাকা। বর্তমানে তিনিই বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ। গত রোববার (২ জানুয়ারি) আবারও একটি রেকর্ড গড়েছেন কানে তানাকা। ১১৯ বছরে পা দিলেন তিনি। জন্মদিনে জানালেন, আরও অত্যন্ত একটি বছর বাঁচার বড় সাধ তার। খবর সিএনএন এর।

রোববার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকোওকা প্রিফেকচারে একটি নার্সিং হোমে ১১৯তম জন্মদিন পালন করেছেন কানে তানাকা। কোমল পানীয় ও চকলেটের প্রতি ঝোঁক তার এখনও। জাপান সরকারও তাকে দেশটির সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে বয়স হলেও কানে তানাকা এখনও থাকেন ফুরফুরে মেজাজে।

২০১৯ সালের মার্চে প্রথম ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ এ নাম লেখান কানে তানাকা। সেই সময় তার বয়স ছিল ১১৬ বছর। পরের বছর ১১৭তম জন্মদিন পালন করে আবারও একটি রেকর্ড করেন তিনি। সেই রেকর্ড বেড়ে এখন তিনি ১১৯ বছর বয়সে পা দিলেন। এখনও এক বছর বাঁচার ইচ্ছে প্রকাশ করেছেন এই নারী। ১২০ এর মাইলফলক ছুঁতে চান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply