বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন কিংবদন্তি ফুটবলার লিনেকার

|

ছবি: সংগৃহীত।

নিউজিল্যান্ডের ঘরের মাঠ মাউন্ট মঙ্গানুইয়ে তাদেরকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটে যা বাংলাদেশের প্রথম জয়। টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপাধারী দলকে হারানোয় মুমিনুল হক বাহিনীকে প্রশংসায় ভাসিয়েছেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে নানা অঙ্গনের তারকারা। এবার টাইগারদের প্রশংসায় ভাসালেন ইংল্যান্ড ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার।

মাউন্ট মঙ্গানুই টেস্টে জয়ের পর ড্রেসিংরুমে পুরো বাংলাদেশ দলের ‘আমরা করবো জয়’ গান গাওয়ার দৃশ্যটি বাংলাদেশে ক্রিকেট বোর্ডের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল শেয়ার করে। সেটিতেই তিনি চমৎকার, অভিন্দন লিখে রিটুইট করেছেন। এর আগে, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ইংল্যান্ড বধের পরও তিনি বাংলাদেশকে নিয়ে টুইট করেছিলেন।

আশির দশকে যে কয়জন স্ট্রাইকার তার প্রতিভা এবং ব্যক্তিত্বের অনন্য নজির স্থাপন করেছেন, তাদের মধ্যে লিনেকার অন্যতম। তিনি বার্সেলোনা, টটেনহ্যামের মতো বড় বড় ক্লাবে খেলছেন। ইংল্যান্ডের এই খেলোয়াড় ছিলেন ১৯৮৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। তাকে ইংল্যান্ডের সর্বকালের সেরা স্ট্রাইকারও বলা হয়।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply