রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপের তারিখ নির্ধারণ

|

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ডাকা সংলাপে আগামী ১৭ জানুয়ারি অংশ নেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সঙ্গে ওইদিন বিকেল চারটায় রাষ্ট্রপতির সংলাপের সময় নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, নতুন ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বছরের ২০ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। সংলাপে প্রথম রাজনৈতিক দল হিসেবে জাতীয় পর্টি অংশ নেয়। ওই আলোচনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছিলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এই উদ্যোগ।

তবে বিএনপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জেএসডি, বাসদ, সিপিবিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নেবে না বলে ইতোমধ্যে জানিয়েছে।

উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply