মাদারীপুরে বিরল প্রজাতির প্রাণী উদ্ধার

|

ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরে বিরল প্রজাতির একটি প্রাণীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নাম না জানা এই অদ্ভত প্রাণীকে উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত এটিকে সংরক্ষণ করে অবমুক্ত করেনি বন বিভাগ।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রামে বিরল প্রজাতির এই প্রাণীকে দেখে উদ্ধার করে এলাকাবাসী। প্রাণীটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা।

জেলা ও উপজেলার বন বিভাগকে বিষয়টি জানালেও তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের। বাধ্য হয়ে স্থানীয় লোকজন জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে। পরে জেলা প্রশাসন বিভাগীয় ফরিদপুর আঞ্চলিক বন অফিসকে জানালে তারা সংরক্ষণ করে অবমুক্ত করার আশ্বাস দেন।

এদিকে, স্থানীয়রা জানিয়েছেন এর আগে এমন প্রাণী কখনই দেখেননি তারা। গত দুইদিন যাবৎ অদ্ভুত প্রাণীটিকে বিভিন্ন খাবার খাওয়ানোর চেষ্টা করছেন স্থানীয় যুবকরা। প্রাণীটিকে দ্রুত অবমুক্ত করার দাবি তাদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply