‘মোস্ট ওয়ান্টেড’ বোমা হামলাকারীর মৃত্যু

|

ছবি: সংগৃহীত

ভারতে ১৯৯৩ সালে সিরিজ বোমা হামলার অন্যতম প্রধান অভিযুক্ত সেলিম গাজী হার্ট অ্যাটাক করে মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম এএনআই দেশটির পুলিশের বরাত দিয়ে জানায়, পাকিস্তানের করাচিতে কয়েকদিন ধরে অসুস্থ ছিল সেলিম। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। এর আগেই শনিবার (১৫ জানুয়ারি) মারা যায় সে।

আরও পড়ুন: ট্রাম্পকে হত্যার ভিডিও প্রকাশ, টুইটার অ্যাকাউন্ট বাতিল

সেলিম গাজী ভারতের ডন দাউদ ইব্রাহীমের গ্যাংয়ের সদস্য ও ছোটা শাকিলের খুব কাছের লোক ছিলেন। ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী, সেলিম গাজী ১৯৯৩ সালে মুম্বাইয়ে হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন। ১৯৯৩ সালের ১২ মার্চ সন্ত্রাসীদের সিরিজ বোমা হামলায় কেঁপে ওঠে পুরো মুম্বাই শহর। ওই হামলায় ২৫৭ জন মানুষ প্রাণ হারান। আহত হন ৭১৩ জন।

সেলিম গাজী ও তার সহযোগীরা মুম্বাইয়ে হামলা চালিয়ে পাকিস্তানে পালিয়ে যায়। ওই ঘটনার পর থেকে সেলিম গাজীকে মোস্ট ওয়ান্টেড হিসেবে খুঁজছিল ভারতের পুলিশ। গত বছর মুম্বাই হামলার মাস্টার মাইন্ড টাইগার মেননের ছোট ভাই ইউসুফ মেনন ৫৪ বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা যায়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply