‘একজন মন্ত্রীর আত্মীয় স্বজনরা জমি কিনে দাম বাড়িয়ে দেয়’

|

চাঁদপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি ক্রয়ে জেলা প্রশাসকের প্রস্তাবই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে একজন মন্ত্রীর আত্মীয়-স্বজনরা নতুনভাবে জমি কিনে জমির দাম বাড়িয়ে দেয়।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে ডিসি সম্মেলনের এক বৈঠকে ভূমিমন্ত্রী আরও বলেন, ডিসি অফিসের হিসেব অনুযায়ী বাড়তি দামে জমি ক্রয় করলে সরকারের সাড়ে ৩শ কোটি টাকার ক্ষতি হবে। এর ফলে বেশি দামে জমি কেনা হবে না বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, পাওয়ার অব অ্যাটর্নি দেয়ার ফলে অনেকের জমিজমা দখল হয়ে যায়। কেউ দেশে থাকলে তার জমি দেখাশোনার জন্য পাওয়ার অব অ্যার্টনির ক্ষমতা বন্ধ করে দেয়া হবে। এছাড়া, সাব রেজিস্ট্রার অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনা উচিত বলেও মন্তব্য করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply