তামিম ফিরলে কাটবে ওপেনিংয়ে সমস্যা, যমুনার মুখোমুখি মুমিনুল

|

যমুনা নিউজের সাথে আলাপচারিতায় মুমিনুল হক।

নানা সমালোচনা থাকলেও নিউজিল্যান্ডে কোচ রাসেল ডোমিঙ্গোর কাজে খুশি মুমিনুল হক। যমুনা নিউজের সাথে আলাপচারিতায় তিনি জবাব দিয়েছেন নাইম শেখকে টেস্ট ওপেনিং করানো নিয়ে। এছাড়া, তামিম ইকবাল ফিরলে ওপেনিংয়ে সমস্যা কাটবে বলেও বিশ্বাস রয়েছে তার। টেস্ট জয়, অধিনায়কত্বের চাপ, ক্যারিয়ারের লক্ষ্য সবকিছু নিয়ে মুমিনুল কথা বলেছেন যমুনা নিউজের জেষ্ঠ্য প্রতিবেদক তাহমিদ অমিতের সাথে। তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি প্রকাশিত হলো আজ (২১ জানুয়ারি)।

টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দেন রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশের কোচ সম্পর্কে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেন, দল ভালো খেললে কোচের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তবে কোচ হিসেবে দারুণভাবে সাহায্য করেন ডোমিঙ্গো। এছাড়া খালেদ মাহমুদ সুজনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিউইদের বিপক্ষে জয়ে। সিনিয়র প্লেয়ার হিসেবে মুশফিক ভাইও (মুশফিকুর রহিম) যেভাবে আমাদের আগলে রাখেন বা, যেভাবে অনুপ্রেরণা দেন তা দলের কাজে লেগেছে।

নাঈম শেখকে যখন ওপেন করতে পাঠানো হয়, তখন এই সিদ্ধান্তের কারণ বুঝতে পারেননি খোদ দলের ব্যাটিং কোচ। এনসিএলে ভালো পারফর্ম করা ফজলে মাহমুদকে ওপেন না করিয়ে কেন নাঈম শেখ, এ প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, আমাদের আসলে অপশন ছিল না। তামিম ভাই দলে নেই। জয় খেলতে খেলতে ইঞ্জুরড হয়ে না পড়লে জয়ই ওপেন করতো। তাছাড়া ফজলে মাহমুদ টেস্ট খেলেনি। আমি তাই নিউজিল্যান্ডের কন্ডিশনে হুট করে ফজলে মাহমুদকে ওপেন করতে পাঠাতে চাইনি। সেটা হতো তাকে আগুনে ফেলে দেয়ার মতো। আমরা তাই চেয়েছিলাম আন্তর্জাতিক ক্রিকেটের সাথে আছে, এমন কেউ দায়িত্বটি গ্রহণ করুক।

বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে সমস্যা অনেক পুরনো। মুমিনুল মনে করেন, তামিম ইকবাল ফিরলে অনেকটাই ঠিক হয়ে যাবে সমস্যা। মুমিনুল বলেন, তামিম ভাই ফিরলে ৫০ শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের হাতে এখনও জয় আছেন, শাদমান আছে। বাইরে হয়তো আরও খেলোয়াড় আছে। একটু সময় লাগবে, তবে অবস্থার উন্নতির ব্যাপারে আমি আশাবাদী।

আরও পড়ুন: এক টেস্ট জিতেই ভালো দল হয়ে যায়নি বাংলাদেশ, যমুনার মুখোমুখি মুমিনুল


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply