করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বিটিএস সদস্য জিমিন

|

ছবি: সংগৃহীত।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য পার্ক জিমিন। অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) তথ্যটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে জনপ্রিয় এ ব্যান্ডটির ব্যবস্থাপনা সংস্থা বিগহিট মিউজিক।

এক বিবৃতিতে বিগহিট মিউজিক জানায়, ৩০ জানুয়ারি বিকেলে হঠাৎ পেটে ব্যথাসহ হালকা গলা ব্যাথা অনুভব করেন জিমিন। পরে পরীক্ষার জন্য হাসপাতাল গেলে জিমিনের অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে এবং তিনি কোভিড আক্রান্ত বলেও জানা যায়। সোমবার ভোরে চিকিৎসকের পরামর্শ অনুসারে তার অস্ত্রোপচার করা হয়েছে।

আরও পড়ুন: সঞ্জয় আমাকে বিক্রি করতে চেয়েছিল, বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক মন্তব্য কারিশমার

চিকিৎসকরা জানিয়েছেন, জিমিনের অস্ত্রোপচার সফল হয়েছে এবং ২৬ বছর বয়সী এ তারকা সেরে উঠছেন। তবে, তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। এই সময়ে অপারেশন পরবর্তী সেবা ও করোনার চিকিৎসা পাবেন তিনি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply