‘ফেসবুক বাঁচাতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে’

|

ক্রমাগত রুশ ব্যবহারকারীদের অপতৎপরতার শিকার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এমন অভিযোগ করেছেন স্বয়ং এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। একে ‘অস্ত্র প্রতিযোগিতা’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার মার্কিন সিনেট কমিটির সামনে শুনানিতে অংশ নিয়ে এমন দাবি করেন জাকারবার্গ।

জাকারবার্গ  বলেন, রুশ ব্যবহারকারীরা মার্কিন রাজনৈতিক ব্যবস্থা ও নির্বাচন নিয়ে ট্রল পোস্টের মাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। অবশ্য এসব ঠেকাতে এরই মধ্যে ভুয়া আইডি শনাক্তের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ ব্যাপারে আরও আগে থেকে সক্রিয় না থাকার ব্যাপারে দুঃখ প্রকাশও করেন তিনি।

বলেন, ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা ছিলো একটি বড় ভুল। ফেসবুক যেনো রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ না করে সে ব্যাপারে ভবিষ্যতে সচেতন থাকারও আশ্বাস দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply