ছবি: সংগৃহীত।
ভারতের হিজাব বিতর্ক এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নারীদের হিজাব পরার ক্ষেত্রে কর্ণাটক রাজ্য সরকারের আরোপিত বিধিনিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যাট লার্জ রাশাদ হুসাইন। এনিয়ে ক্ষোভ প্রকাশ করে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়েইসি বলেন, একদিন ভারতে প্রধানমন্ত্রীত্ব করবে কোনো হিজাবী নারী, তবে সেদিন হয়তো আমি বেঁচে থাকবো না। খবর আনন্দবাজার পত্রিকার।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখান তাকে বলতে শোনা গেছে, হিজাব পরা নারী কলেজে যাবেন, জেলা কালেক্টর হবেন, জেলা প্রশাসক, চিকি়ৎসক, ব্যবসায়ী ইত্যাদি হবেন। যদি আমাদের মেয়েরা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন করবেন, তারপর দেখি কে আটকায়??
इंशा’अल्लाह pic.twitter.com/lqtDnReXBm
— Asaduddin Owaisi (@asadowaisi) February 12, 2022
তিনি আরও বলেন, তখন আমি হয়তো বেঁচে থাকব না, কিন্তু আমার কথা মনে রাখুন, একদিন হিজাব পরা মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন।
আরও পড়ুন: ভারতের হিজাব ইস্যুতে যা বললেন মার্কিন কূটনীতিক
তবে তার এ বক্তব্যকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দীনেশ শর্মার দাবি, এভাবে উত্তরপ্রদেশ জুড়ে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে চাইছেন তিনি। যদিও এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলেননি আসাদউদ্দিন।
এসজেড/
Leave a reply