ভর্তি পরীক্ষায়ও সংক্ষিপ্ত সিলেবাস চান শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের এবারের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার পক্ষে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরোনো শিক্ষার্থীরা করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছেন।

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক সংবাদ সম্মেলনে তিনি এমন মত দেন। এ বিষয়ে আলোচনা চলার কথাও উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী।

ভর্তি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, এইচএসসি বা সমমানের পরীক্ষা যে সিলেবাসে হয়েছে, আমাদের মতামত হলো, ঠিক সেই সিলেবাসের উপর এই ভর্তি পরীক্ষাগুলো হওয়া যৌক্তিক এবং সেটিই সঠিক।

শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, যে সিলেবাসে শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছে, সে অনুযায়ী ভর্তি পরীক্ষা না হলে তাদের প্রতি সুবিচার করা হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply