চেতনা মাল্টিপারপাসের ৩শ’ কোটি টাকা প্রতারণা, গ্রেফতার ১০

|

ছবি: সংগৃহীত

প্রায় তিন শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৩ মার্চ) কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ কথা জানান র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি প্লট ও ফ্ল্যাটের কথা বলে মানুষের সাথে প্রতারণা করতো। ১ লাখ থেকে ১০ লাখ টাকা সঞ্চয়ের কথা বলে গ্রাহকদের পথে বসিয়েছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত গ্রাহকদের তিনশ’ কোটি টাকা লোপাট হয়েছে। সমিতির টাকা অ্যাকাউন্টে জমা না হয়ে আসামিদের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হতো বলেও জানানো হয়। দশজন গ্রেফতার হলেও সমিতির সভাপতি মুহাম্মদউল্লাহ এখনও পলাতক রয়েছে।
আরও পড়ুন: গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব তিতাসের
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply