মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুশ জেনারেলদের হত্যা করেছে ইউক্রেন, দাবি যুক্তরাষ্ট্রের

|

মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুশ জেনারেলদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ মে) সিনিয়র মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এমন তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ান অফিসারদের হত্যা করতে ওয়াশিংটন ইউক্রেনের কাছে রুশ সৈন্যদের গতিবিধি, অবস্থান এবং রাশিয়ার ভ্রাম্যমাণ সামরিক সদর দফতরসহ অন্যান্য বিশদ বিবরণ প্রদান করেছে এবং ইউক্রেন তার নিজস্ব বুদ্ধিমত্তার সাথে আর্টিলারি স্ট্রাইক এবং অন্যান্য আক্রমণ পরিচালনা করেছে। তবে পেন্টাগন এবং হোয়াইট হাউসকে এই রিপোর্টের ওপর মন্তব্য করার জন্য অনুরোধ করা হলে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুসারে, ইউক্রেনের কর্মকর্তারা প্রায় ১২ জন রুশ জেনারেলকে যুদ্ধক্ষেত্রে হত্যা করেছে। তবে এর মধ্যে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কয়জনকে হত্যা করা হয়েছে তা উল্লেখ করতে অস্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply