ইউক্রেনে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছেন পুতিন: মার্কিন গোয়েন্দাপ্রধান

|

ইউক্রেনে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান এভ্রিল হাইনেস। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

এভ্রিল হাইনেস জানান, মস্কোর এখনও কৃষ্ণ সাগর সংলগ্ন অঞ্চল দখলের পরিকল্পনা রয়েছে। এছাড়া, রাশিয়ায় পুতিন সামরিক আইন জারি করতে পারেন বলেও মনে করছেন তিনি। আর রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল পারমাণবিক হামলার অনুমতি দিতে পারেন পুতিন, এমনটাও উল্লেখ করেন তিনি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলার প্রথম দিকে ইউক্রেনকে ‘নাৎসি প্রভাব’ থেকে মুক্ত করা ও নিরস্ত্রীকরণের লক্ষ্য ছিল মস্কোর। এ লক্ষ্য পরে পরিবর্তন হয়। তাদের নতুন লক্ষ্য, পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply