৪ বিভাগে টানা বৃষ্টিপাত চলতে পারে আরও দু-তিন দিন

|

ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারাদেশে আগামী দুই থেকে তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া চার বিভাগে অতি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়। শনিবার (১৮ জুন) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস থেকে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

অধিদফতর আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

শনিবার সকাল ৭টায় ঢাকা ও আশপাশের এলাকার আগামী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে পুরো মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের প্রবল বিদ্যুৎ চমকানোসহ দেখা মিলতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply