যুক্তরাষ্ট্রে ৫ বছরের কম বয়সীদের করোনা টিকা প্রয়োগ শুরু

|

ছবি: সংগৃহীত

৫ বছরের কম বয়সী শিশুদের করোনা টিকা প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ জুন) সারাদেশে শুরু হয় কর্মসূচি।

সংক্রামক রোগ বিষয়ক সংস্থা সিডিসি’র উপদেষ্টা প্যানেল জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, মৃত্যু বা দীর্ঘমেয়াদী জটিলতা থেকে শিশুদের সুরক্ষা দেবে এই টিকা। যুক্তরাষ্ট্রে টিকা নেয়ার উপযোগী ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১ কোটি ৮০ লাখের মতো। তবে কত সংখ্যক শিশুকে ভ্যাকসিনেশনের আওতায় আনা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। গত নভেম্বর থেকে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা কর্মসূচি শুরু হলেও, ভ্যাকসিন নিয়েছে এক-তৃতীয়াংশের কম।

গত শুক্রবার (১৭ জুন) অনূর্ধ্ব ৫ শিশুদের জন্য ফাইজার ও মডার্নার টিকা অনুমোদন দেয় মার্কিন খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ। আর শনিবার ছাড়পত্র দেয় সিডিসি।

আরও পড়ুন: বাবার পরিচয় রাখতে চান না ইলন-কন্যা, আদালতে নাম বদলের আবেদন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply