চীনে রেকর্ড বৃষ্টিপাত, বিপৎসীমার ওপরে ৮৫টি নদীর পানি

|

ছবি: সংগৃহীত

গেল ছয় দশকের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত, প্রবল বন্যা এবং ভূমিধস দেখছে চীনের দক্ষিণাঞ্চল। দেশটির ৮৫টি নদীর পানি বইছে বিপৎসীমার ওপরে। লাখ লাখ মানুষকে তাদের বাসস্থান থেকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে। খবর বিবিসির।

ছবি: সংগৃহীত

চীনে বন্যা পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াংডং প্রদেশ; সেখানে ভোগান্তিতে রয়েছে ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষ। প্রায় দু’লাখ বাসিন্দাকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে।

ছবি: সংগৃহীত

প্রশাসনের দাবি, ক্ষয়ক্ষতি হয়েছে ১০৭ কোটি ইয়েনের সম্পদ। রেড অ্যালার্ট জারি রয়েছে বেশকিছু এলাকায়। প্রতিবেশী গুয়াংজি প্রদেশ থেকে উদ্ধার করা হয়েছে পৌনে দু’লাখ বাসিন্দাকে। তলিয়ে গেছে অন্তত ২৭শ’ ঘরবাড়ি ও স্থাপনা।

এদিকে, পূর্বাঞ্চলীয় জিয়াংজি প্রদেশে বহাল রয়েছে রেড অ্যালার্ট। অঞ্চলটিতে ভোগান্তিতে আছে ৫ লাখের বেশি মানুষ। সেই সাথে, ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ লাখ ৭০ হাজার একরের বেশি আবাদি জমি।

আরও পড়ুন: আসামে বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply