করোনা রিপোর্ট জালিয়াতিসহ নানা অভিযোগে স্টেমজ হেলথ কেয়ার সাময়িক বন্ধ ঘোষণা

|

প্রবাসীদের করোনা রিপোর্ট জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগে স্টেমজ হেলথ কেয়ার বিডি লিমিটেডকে সাময়িক বন্ধ ঘোষণা করলো স্বাস্থ্য অধিদফতর।

হাসপাতাল শাখার পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, অনিয়মগুলো জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ, তাই অবিলম্বে রাজধানীর কারওয়ান বাজারের রুপায়ন ট্রেড সেন্টারের স্টেমজ এর কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না কারণ দেখিয়ে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলেছে অধিদফতর। এক বিদেশগামী প্রবসীর অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্তে নামে অধিদফতর।

তদন্তে পাওয়া যায়, রেডিওলজিস্ট ছাড়াই এক্স রে রিপোর্ট তৈরি করে প্রতিষ্ঠানটি। এছাড়াও করোনা পরীক্ষার পর সরাসরি গ্রাহকের কাছে রিপোর্ট দেয়া হয় না। তাছাড়া যে নামে লাইসেন্স, সে নামে মেডিকেল চেক আপ না করে কাতার ভিসা সেন্টার নামে চেক আপ করতো প্রতিষ্ঠানটি। যা আইন পরিপন্থী বলে জানানো হয় স্বাস্থ্য অধিদফতরের চিঠিতে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply