ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি’র নতুন ম্যানেজার হতে যাচ্ছেন সাবেক ফরাসি ডিফেন্ডার ক্রিস্টোফ গালটিয়ের (৫৫)। খুব শীঘ্রই পিএসজিতে মাওরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক এ ফরাসি ডিফেন্ডার।
বুধবার (২২ জুন) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।
কয়েক দিন ধরেই জল্পনা কল্পনা তুঙ্গে ছিল পিএসজিতে মাওরিসিও পচেত্তিনোর বিকল্প হিসেবে কে আসছেন। মেসি, নেইমার, এমবাপ্পেদের নতুন বস হিসেবে শোনা যাচ্ছিল জিনেদিন জিদানের নামও। কিন্তু জিদান স্পষ্টই জানিয়েছেন- পিএসজি নয় বরং ফরাসি জাতীয় দলের দায়িত্ব নিতেই বেশি আগ্রহী তিনি। এরপরই নিসের ম্যানেজার গালটিয়েকে নিতে ঝাঁপিয়ে পড়ে পিএসজি। এখন আনুষ্ঠানিকভাবে ম্যানেজার হিসেবে গালটিয়েরের নাম ঘোষণাই শুধু বাকি রয়েছে এখন।
পিএসজি মালিক নাসের আল খেলাইফি বলেছেন, আমরা বেশকজন কোচের নাম চূড়ান্ত তালিকায় রেখেছি। আর এটা গোপন করার মতো কোনো বিষয় না যে নিসের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমরা শীঘ্রই এমন একজনকে নিয়োগ করতে যাচ্ছি যিনি আমাদের পরিকল্পনার জন্য উপযুক্ত।
প্রসঙ্গত, ২০১০-২০১১ মৌসুমের পর ২০২০-২০২১ মৌসুমে লিলে ফ্রেঞ্চ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল গালটিয়েরের কোচিংয়ের সুবাদেই। গত মৌসুমে গালটিয়ের নিসের দায়িত্ব নেন।
/এসএইচ
Leave a reply