সারাদেশের মানুষ দুর্যোগে হাহাকার করছে অন্যদিকে সরকার উৎসবে মেতেছে: ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারদেশের মানুষ যখন দুর্যোগে হাহাকার করছে, সরকার তখন উৎসবে মেতেছে। পদ্মা সেতুর জন্য গান-বাজনা হবে। কিন্তু জনগণ না খেয়ে আছে, মারা যাচ্ছে সেদিকে তাদের খেয়াল নেই। কারণ, জনগণকে তারা তোয়াক্কা করে না।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সিলেটের জৈন্তাপুরে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ দেখতে সকালে সিলেটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার খাজার মোকাম উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে মির্জা ফখরুল সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে সরকার ব্যার্থ হয়েছে।

এসময় তিনি দুর্গত এলাকায় সরকারের প্রশাসন ও সরকারি দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, দুর্নীতি ও চুরি করতেই বড়বড় উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার, যা গরিব মানুষের কাজে আসে না।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply