খালি হাতেই ধরে ফেললেন বিশালদেহী কুমির!

|

খালি হাতেই ধরে ফেললেন ১৩ ফুট লম্বা-বিশালদেহী কুমির! ইন্দোনেশিয়ার একটি গ্রামে এক ব্যক্তির কীর্তি রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

সুলাভেসি প্রদেশের তাদের বসবাস। ওসমান নামের ৫৩ বছরের ঐ ইন্দোনেশিয়ান জানান, গেলো কয়েকদিন ধরেই গ্রামের চারপাশে ঘুরছিল কুমিরটি, নষ্ট করছিল কৃষকদের আবাদি জমি। বিশালাকার প্রাণীটির ভয়ে কেউ বের হচ্ছিল না ঘর থেকে

শেষমেষ তিনিই নিলেন উদ্যোগ। ছেলেকে সাথে নিয়ে বেঁধে ফেলেন প্রকাণ্ড সরীসৃপটিকে। পরে ট্রাকের মাধ্যমে বনাঞ্চলে ছেড়ে দিয়ে আসা হয় কুমিরটিকে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply