করোনায় শনাক্ত ছাড়িয়েছে ২ হাজার

|

প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ১০১ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জনে। আর মারা গেছেন দুইজন। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮২০টি।

সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ১৪২ জনের।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply