স্টাফ করেসপনডেন্ট,নরসিংদী:
নরসিংদীর মাধবদীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ট্যাংকের ভেতরে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুন) বিকেলে মাধবদীর নুরালাপুর এলাকায় গদাইচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, মাধবদী এলাকার গদায়েরচর গ্রামের বায়েজিদ হোসেন (২৩), জাহিদ মিয়া (২২) ও আনিছ (১৬)।
স্থানীয়রা জানান, বিকেলে মাধবদীর গদাইচর গ্রামের আসিয়া ইসলামিয়া আলিম মাদরাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করছিলেন বায়েজিদ , জাহিদ ও আনিছ নামের এ তিন শ্রমিক।
জানা গেছে, এক শ্রমিক সেপটিক ট্যাংকের নিচে বাটাল দিয়ে পাইপ বসানোর জন্য ছিদ্র করছিলেন, হঠাৎ তার হাতের বাটালটি ট্যাংকের ভেতরে পড়ে গেলে একজন তা আনতে ট্যাংকের মুখ খুলে ভেতরে প্রবেশ করে। পরে ঐ শ্রমিক ভেতর থেকে না আসায় ভেতরে যায় আরও একজন। পরে সেও উঠে না আসায় ট্যাংকে নামেন আরও আরও এক শ্রমিক।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের এবং গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সে আরেকজনের মৃত্যু হয়। সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের প্রভাবে তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে বলে জানিয়েছে মাধবদী থানা পুলিশ।
/এসএইচ
Leave a reply