করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

|

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৪১ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জনে, তবে মৃত্যু হয়নি কারোর। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯১২টি।

বুধবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন। ২৪ ঘণ্টায় কারোর মৃত্যু না হওয়ায় দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৪৫ জনেই রয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply