ইউরোপে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ জুন) মাদ্রিদে ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, স্থায়ী সেনা হেডকোয়ার্টার হবে পোল্যান্ডে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বাইডেন দাবি করেন, রুশ হুমকি মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। নতুন করে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে। ওই অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষায় আটলান্টিক সামরিক জোটের অঙ্গীকারের কথা মনে করিয়ে দেন বাইডেন।
বাইডেন আরও দাবি করেন, ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তি ন্যাটোকে আরও শক্তিশালী করবে। স্পেনে চার থেকে বাড়িয়ে ছয়টি ডেস্ট্রয়ার মোতায়েন করা হবে। এছাড়া ব্রিটেনে আরও দু’টি এফ থার্টি ফাইভ স্কোয়াড্রন পাঠানো হবে।
এ সময় পোল্যান্ড, রোমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশের ঘাঁটি নিয়েও নতুন পরিকল্পনার কথা জানান জো বাইডেন। বলেন, এসব দেশে অতিরিক্ত সেনা, বিমান প্রতিরক্ষা ও অস্ত্র-সরঞ্জাম মোতায়েন করা হবে।
আরও পড়ুন: ফিনল্যান্ড-সুইডেনে ন্যাটোর সেনা মোতায়েন হলে উচিত জবাব দেবে রাশিয়া: পুতিন
ইউএইচ/
Leave a reply