প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত

|

পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াই করতে বিশ্বের নানা দেশ নানারকম পদক্ষেপ নিচ্ছে। প্লাস্টিকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অনেক রাষ্ট্র। সেই সূত্র ধরেই এবার একক প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ভারত। খবর আল-জাজিরার।

শুক্রবার (১ জুলাই) এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্লাস্টিক নিষিদ্ধের এ ঘোষণা দেন। একক-ব্যবহারের প্লাস্টিক আইটেমগুলি মধ্যে রয়েছে স্ট্র, কাটলারি, ইয়ারবাড, প্যাকেজিং ফিল্ম, বেলুনের জন্য প্লাস্টিকের লাঠি, ক্যান্ডি এবং আইসক্রিম এবং সিগারেটের প্যাকেট।

বিবৃতিতে আরও বলা হয়, খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এমন ১৯টি জিনিস সরকার প্রথমবারের মতো চিহ্নিত করেছে। এখন থেকে এই জিনিসগুলো উৎপাদন, আমদানি, মজুদ, বিতরণ করা বেআইনি বলে গণ্য করা হবে।

এদিকে প্লাস্টিক নির্মাতারা মুদ্রাস্ফীতি এবং সম্ভাব্য চাকরি হারানোর কারণ দেখিয়ে নিষেধাজ্ঞা বিলম্বিত করার জন্য ইতোমধ্যে সরকারের কাছে আবেদন করেছেন।

তবে শুক্রবার ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি এক বছর যাবত সরকারের বিবেচনায় ছিলো।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply