নাসার সাথে চুক্তি সইয়ের পরই রুশ মহাকাশ গবেষণা প্রধানকে সরিয়ে দিলেন পুতিন

|

রুশ মহাকাশ গবেষণা কেন্দ্র প্রধান দিমিত্রি রগোজিনকে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৫ জুন) এ নির্দেশ দেন তিনি। এছাড়া তিনি জানান, রুশ মহাকাশ গবেষণা কেন্দ্র (রসকোমস)’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ইউরি বোরিসভ। খবর রয়টার্সের।

এর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এ সমন্বিত ফ্লাইট এবং ক্রুদের বিষয়ে নাসার সাথে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছিল রুশ মহাকাশ গবেষণা কেন্দ্র। যদিও এ রদবদলের বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।

৬৫ বছর বয়সী নবনিযুক্ত প্রধান ইউরি বোরিসভের সামরিক সংশ্লিষ্টতা রয়েছে। তিনি ১৯৯০ সালের শেষের দিকে রুশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে জড়িত ছিলেন। তিনি মূলত অস্ত্র ও সরঞ্জাম উৎপাদনসহ সামরিক ও মহাকাশ বিষয়ক তত্ত্বাবধান করেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply