অর্থ কেলেঙ্কারিতে গ্রেফতার ৩ কংগ্রেস বিধায়ক ১০ দিনের পুলিশি হেফাজতে

|

গ্রেফতার তিন কংগ্রেস নেতা। ছবি: সংগৃহীত।

বিপুল অর্থসহ গ্রেফতার হওয়া ভারতের ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে ১০ দিনের পুলিশি হেফাজতে দিলেন পশ্চিমবঙ্গ আদালত। রোববার (৩১ জুলাই) রাতে এ সিদ্ধান্ত দেয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আদালতের নির্দেশে মামলাটির দায়িত্ব যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে। তারা বিধায়কদের গাড়িতে পাওয়া ৪৯ লাখ রুপির উৎস খতিয়ে দেখবেন। একইসাথে বিপুল অর্থসহ বিধায়করা কেনো পশ্চিমবঙ্গে আসছিলেন তাও তদন্ত করবেন তারা।

এরইমধ্যে অর্থ কেলেঙ্কারি মামলায় জড়িয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নাম। গ্রেফতার হওয়া বিধায়কদের একজন থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ, মন্ত্রীত্ব দেয়ার লোভ দেখিয়ে ১০ কোটি রুপি হাতিয়েছেন ঐ নেতা। আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশেই পশ্চিমবঙ্গে যাচ্ছিলেন বলে দাবি তাদের। অবশ্য, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়া বিশ্ব শর্মা অস্বীকার করেন ঘুষ নেয়ার অভিযোগ। তার বক্তব্য, ঐ তিন বিধায়কের সাথে যোগাযোগ ছিল। কারণ দীর্ঘদিন তিনি কংগ্রেসের হয়ে রাজনীতি করেছেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply