টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ৩ পরিবর্তন

|

ছবি: সংগৃহীত

হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। ইনজুরি সমস্যায় জর্জরিত টাইগার শিবিরে আজ রয়েছে ৩টি পরিবর্তন। তামিম ইকবালের দুই বাউন্ডারিতে প্রথম ওভারেই ৯ রান তুলে নিয়েছে বাংলাদেশ।

লিটন দাসের ইনজুরির কারণে তামিম ইকবালের সাথে ইনিংস শুরু করেছেন এনামুল হক বিজয়। এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে ৩ পরিবর্তন। লিটন দাসের পরিবর্তে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত। আর পেসার মোস্তাফিজকে ড্রপ দিয়ে তার জায়গায় নেয়া হয়েছে হাসান মাহমুদকে। আর মোসাদ্দেক সৈকতের পরিবর্তে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

অন্যদিকে, জিম্বাবুয়ে একাদশে এসেছে আরও বড় পরিবর্তন। ৫ জন খেলোয়াড় বদল করেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচ জিতে স্বাগতিকরা এগিয়ে আছে ১-০ ব্যবধানে।

আরও পড়ুন: বাঁহাতি স্পিনার ছাড়া খেলাই কি টাইগারদের দিশেহারা বোলিংয়ের কারণ?

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply