উদ্ধার হলো জি এম কাদেরের ছিনতাই হওয়া মুঠোফোন

|

ফাইল ছবি।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদেরের ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানানো হয়, বুধবার (০৭ সেপ্টেম্বর) রাতে ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কয়েকজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে পুলিশের। এদিন বিকেল ৩টার দিকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি জি এম কাদেরের হাতে পৌঁছে দেয়ার কথা জানানো হয়।

প্রসঙ্গত, ৩১ আগস্ট রাত ১১টার দিকে সংসদ ভবন থেকে উত্তরার বাসায় যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। সেসময় যানজটে পড়ে জি এম কাদেরের গাড়ি আটকা ছিল। খোলা ছিল গাড়ির গ্লাসও। তখন তার মুঠোফোনটি ছিনতাই হয়। পরে বিমানবন্দর থানায় মামলা করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply