হারিকেন ‘জুলিয়া’র তাণ্ডবে তছনছ নিকারাগুয়া

|

প্রলয়ংকারী হারিকেন ‘জুলিয়া’র তাণ্ডবে তছনছ মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। উপকূল থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে কমপক্ষে ১০ হাজার মানুষকে। খবর এপির।

দেশটির রাজধানী মানাগুয়া থেকে উত্তর-উত্তর পূর্বাঞ্চলের দিকে তাণ্ডব চালাচ্ছে ঝড়টি। মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র এন এইচ সি’র তথ্য অনুসারে, রোববার (৯ অক্টোবর) রাতে প্রবল শক্তি নিয়ে ক্যারীবিয় উপকূলে আঘাত হানে হারিকেনটি। এ সময় বাতাসের ঘূর্ণণবেগ ছিলো ঘণ্টায় ১৪০ কিলোমিটার। ৩৮১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন এখনো মেলেনি কোন প্রাণহানির খবর। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশকিছু এলাকা বিদ্যুৎহীন। বিচ্ছিন্ন টেলিফোনের সংযোগও। জলাবদ্ধ হয়ে পরেছে নিচু এলাকাগুলো। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার নাগাদ এল সালভাদর ও গুয়াতেমালার দিকে সরে যেতে পারে ঝড়টি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply