ভেনেজুয়েলায় ভারি বৃষ্টি ও বন্যায় প্রাণহানি বেড়ে ৩৬

|

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার মধ্যঞ্চলে ভারি বৃষ্টি ও ভূমিধসে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৬০ জন। মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা এপির।

তারা জানায়- সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানীর কাছের শহর লাস তেজারাস। সেখানে ভূমিধসে তিন শতাধিক ঘরবাড়ি-স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত সাড়ে ৭শ’ ঘরবাড়ি। দুর্গত এলাকায় কাজ করছেন কমপক্ষে ১২শ’ সেনাসদস্য ও উদ্ধারকর্মী। তবে ভারি কাদামাটি সরিয়ে আটকা পড়াদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে। সময়ের সাথে প্রাণহানির বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এরইমধ্যে দুর্গত এলাকাগুলোতে পরিদর্শনে গেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। গেল রোববার দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে শুরু হয় ব্যাপক ঝড়বৃষ্টি। তাতে জলাবদ্ধ হয়ে পরে ১২০টি এলাকা।
আরও পড়ুন: রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চল
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply