রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের অর্ধেক অঞ্চল

|

ছবি: সংগৃহীত।

রাশিয়ার জোরালো হামলায় ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ সংযোগ নিষ্ক্রিয় হয়ে গেছে। এতে তীব্র ঠান্ডায় অন্ধকারে ও বিদ্যুৎহীন অবস্থায় আছেন দেশটির ১ কোটিরও বেশি মানুষ। খবর সংবাদ সংস্থা এপি’র।

শুক্রবার (১৮ নভেম্বর) ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্টের সাথে হওয়া বৈঠকে এ নিয়ে উদ্বেগ জানান ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শিমাল। তিনি বলেন, ইউক্রেনের ওপর রুশ মিসাইল ও রকেট হামলা অব্যাহত আছে। এতে রাজধানীসহ গুরুত্বপূর্ণ সব শহর বিপর্যস্ত হয়ে গেছে। এ বিষয়ে তিনি সতর্ক করে বলেন, শিগগিরই কিয়েভের পুরো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে যেতে পারে।

গত ১০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ইউক্রেনে ছয়টি বড় মাত্রার অভিযান চালিয়েছে রাশিয়া। যেগুলোর মূল টার্গেট ছিল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। মূলত শীতকালে বাসিন্দাদের বিপদে ফেলে সরকারকে কোণঠাসা করতেই এ পরিকল্পনা রুশ কর্তৃপক্ষের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply