ভারতের বিপক্ষে অনন্য নজির গড়লেন সাকিব

|

ছবি: সংগৃহীত

মিরপুরে সাকিব ম্যাজিক। সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিবের স্পিন ভেল্কিতে ধরাশায়ী ভারতের ব্যাটিং লাইনআপ। প্রায় ৯ মাস পর ওয়ানডেতে ফিরেই সাকিবের এমন বাজিমাত। ভারতের বিপক্ষে একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে ৫ উইকেট নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।

ওয়ানডের জার্সি গায়ে প্রায় ৯ মাস পর ফেরা, প্রত্যাবর্তনের মঞ্চটা তাই রাঙালেন আপন রঙে। অধিনায়কের টুপিটা মাথায় নেই, তবে বল হাতে গুরুদায়িত্ব ঠিকই আছে। ম্যাজিকাল স্পেলে ফেলে দিয়েছেন ভারতের একের পর এক উইকেট।।

রোহিতকে দিয়ে শুরু চাহারকে দিয়ে শেষ, মাঝে ভিরাট, ওয়াশিংটন সুন্দর আর শার্দুল ঠাকুর; সাকিব ম্যাজিকে বিধ্বস্ত ভারতীয় ব্যাটিং লাইন। ১০ ওভারের স্পেলে ২ মেইডেনসহ মাত্র ৩৬ রানে শিকার করেছেন ৫ উইকেট। ভারতের বিপক্ষে ওয়ানডেতে একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি।

ওয়ানডে জার্সি গায়ে ক্যারিয়ারে চতুর্থবারের মতো শিকার করেন পাঁচ উইকেট। তিন ফর্মেট মিলিয়ে এমন অর্জন তার ঝুলিতে ২৪তম বারের মতো।

গ্যালারি জুড়ে হাজার হাজার দর্শকের কণ্ঠে সাকিব সাকিব রব। হোম অব ক্রিকেট মুখরিত বিশ্বসেরা অলরাউন্ডারের নামে। রোহিতকে বোকা বানিয়ে বোল্ড করা কিংবা লিটনের দুর্দান্ত ক্যাচে ভিরাটকে নিজের শিকার বানানো – সাকিব আরো একবার মুগ্ধ করেছেন সমর্থকদের।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply