‘প্ল্যান বি’ হিসেবে আর্জেন্টিনার লক্ষ্য পেনাল্টি শুটআউট

|

আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ছবি : সংগৃহীত

ফুটবলের লটারির নাম টাইব্রেকার। পেনাল্টি শুটআউটের মধ্য দিয়ে দেড় ঘণ্টার অমীমাংসিত ম্যাচের ফলাফল নির্ধারিত হয় কয়েকটি কিকে। তবে টাইব্রেকারের ‘লটারি’ জিততে দরকার হয় প্রস্তুতির। কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে আর্জেন্টাইন কোচ রেখেছেন সেই প্রস্তুতিও। এটিকে বলা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে লাতিন আমেরিকার দেশটির প্ল্যান-বি।

টাইব্রেকারে যাওয়ার আগেই জয় তুলে নেয়ার লক্ষ্যে আজ মাঠে নামবে স্কালোনি শিষ্যরা। তবে স্পেন-মরক্কো ম্যাচ কপালে কিছুটা ভাঁজ ফেলেছে বড় দলগুলোর। তাই বিকল্প পরিকল্পনা মাথায় রেখেই অনুশীলন করেছে টিম আর্জেন্টিনা।

মেসিদের টাইব্রেকার প্রস্তুতি অবশ্য একটু আলাদা। তাদের মূল লক্ষ্য গোলকিপারকে নিয়ে। ইতোমধ্যে মনোবিদের কাছে দীক্ষা নিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। চাপ সামলাতে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। এ প্রস্তুতিতে মার্টিনেজ পাশে পেয়েছেন গোলকিপার কোচ মার্টিন তোকাল্লি ও ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস মানাকে। এটি বাড়তি সুবিধা দিতে পারে তাকে।

বিশ্বকাপ ফুটবলের টাইব্রেকারে আকাশী-নীলদের দুঃখ-সুখ উভয় স্মৃতিই রয়েছে। ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়া এবং ১৯৯৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকার জিতেছিল আর্জেন্টিনা। আর ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়েই উঠেছিল ফাইনালে। অন্যদিকে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে এই পেনাল্টি শুটআউটে হেরেই বিদায় নেয় আর্জেটিনা।

নির্ধারিত সময়ে ফলাফল নির্ধারিত না হলে আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে কারা শট নেবেন তা এখনো ঠিক হয়নি। লিওনেল মেসির শটও অনিশ্চিত। চলতি আসরে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন তিনি। এছাড়া ক্লাব ফুটবলে ডি মারিয়া, গোমেজ ও দিবালার পেনাল্টি শট নেয়ার অভ্যাস আছে। মন্তিয়েল, ফার্নান্দেস, অ্যালিস্টার ও আলভারেজরাও কমবেশি অভ্যস্ত। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, খেলা টাইব্রেকারে গড়ালে অভিজ্ঞ শিষ্যদের ওপরই ভরসা রাখবেন কোচ স্কালোনি।

এএআর/এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply