চোখের জলে গ্র্যান্ডস্লামকে বিদায় বললেন সানিয়া মির্জা

|

গ্র্যান্ডস্লাম ক্যারিয়ার থেকে অবসর নিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছবি : সংগৃহীত

চোখের জলে গ্র্যান্ডস্লাম ক্যারিয়ারকে বিদায় বললেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। যদিও শেষটা সুখের হয়নি তার। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে হেরেছেন ব্রাজিলিয়ান স্টেফানি-মাতোস জুটির কাছে।

১৭ বছর আগে রড লেভার অ্যারেনায় প্রথম গ্র্যান্ডস্লাম খেলতে নেমেছিলেন সানিয়া মির্জা। শেষটাও করলেন সেই প্রিয় ভেন্যুতেই। মাঝে সৃষ্টি করেছেন ইতিহাস। প্রথম ভারতীয় হিসেবে নেতৃত্ব দিয়েছেন টেনিসের শীর্ষ পর্যায়ে। ২০০৯ সালে এ অস্ট্রেলিয়ান ওপেনেই প্রথম মিক্সড ডাবলসের শিরোপা জিতেছিলেন মহেশ ভূপতিকে সঙ্গী করে। সবমিলিয়ে ক্যারিয়ারে তিনটি মিক্সড ডাবলস ও তিনটি ডাবলস শিরোপা জয়ের কীর্তি রয়েছে সানিয়া মির্জার।

সপ্তম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের লক্ষ্যে শেষটা রঙিন হয়নি ভারতীয় এ সেনসেশনের। তাই আক্ষেপ নিয়েই ৩৬ বছর বয়সে বিদায় বলতে হলো গ্র্যান্ডস্লাম ক্যারিয়ারকে।

অনুভূতি প্রকাশ করে সানিয়া মির্জা বলেন, আমি কাঁদছি। এটা আসলে খুশির কান্না। চাইলে আরও কিছু প্রতিযোগিতা খেলতে পারতাম। ২০০৫ সালে মেলবোর্ন থেকেই টেনিস যাত্রা শুরু করেছিলাম। আমার জীবনে রড লেভার অ্যারেনার আলাদা স্থান রয়েছে। তাই গ্র্যান্ডস্লাম ক্যারিয়ার শেষ করার জন্য এর থেকে ভালো জায়গা আমার কাছে নেই।

এদিকে বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় স্ত্রীর বিদায় বলার দিনে গ্যালারিতে ছিলেন না স্বামী শোয়েব মালিক। যদিও দু’জনের সম্পর্কটা আগের মতো নেই। তবে সানিয়াকে উৎসাহ জুগিয়েছেন ৪ বছরের সন্তান ইজহান মালিক।

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা আরও বলেন, আমার পরিবারের সকলে এখানে রয়েছে। কখনও ভাবিনি ছেলের সামনে গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলতে পারবো। সেটাও হলো।

প্রসঙ্গত, গ্র্যান্ডস্লামে অংশ না নিলেও অন্য আসরে দেখা মিলবে ভারতের একমাত্র টেনিস তারকা সানিয়া মির্জার।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply