সিরিজ জয়ের লক্ষ্যে বিকালে মাঠে নামবে বাংলাদেশ

|

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয়ার সুযোগ বাংলাদেশের সামনে। চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে সাকিব আল হাসানের দল। জিতলেই এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দে মাতবে বাংলাদেশ।

রোববার (১২ মার্চ) বিকাল ৩টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

চট্টগ্রামে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতে এসেছে বাংলাদেশ; এক ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি প্রথম ম্যাচেও জিতেছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে এটি টি-টোয়েন্টিতে প্রথম জয়।

মাত্র এক ম্যাচেই সব বদলে যায় না। তবে স্বাগতিকদের জয় হতে পারে টা‌র্নিং প‌য়েন্ট। হতে পারে টি-‌টো‌য়ে‌ন্টিতে নতুন বাংলাদেশের শুরু। হোম অব ক্রিকেটে এ স্বপ্নযাত্রায় অটল থাকতে চায় টিম টাইগার্স।

মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন করলেও শামীম হোসেনের জায়গায় দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। মিরাজের ব্যাটিংয়ের পাশাপাশি তার অফস্পিনিং কাজে লাগতে পারে মিরপুরে। সেক্ষেত্রে কপাল পুড়বে শামীমের। চট্টগ্রামে বাংলাদেশের জয়ের ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি তার। তবে ফিল্ডিংয়ে বেশ ভালো অবদান ছিল শামীমের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply